• Friday, January 24, 2025

আওয়ামীলীগের মনোনয়ন সংগ্রহে পিছিয়ে নেই নারীরাও

  • Nov 12, 2018

Share With

জনপ্রতিনিধিত্বের লড়াইয়ে পিছিয়ে নেই নারীরাও। গত কয়েকবারের জাতীয় নির্বাচনের পরিসংখ্যান থেকে একটি বিষয় স্পষ্ট, তা হলো ধারাবাহিকভাবে নির্বাচনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে। এবার পুরনো ও অভিজ্ঞ মুখগুলোর সঙ্গে যুক্ত হয়েছে অনেক নতুন মুখ। নিজেদের জনপ্রিয়তা কাজে লাগিয়ে নির্বাচনী লড়াইয়ে অংশ নিতে মনোনয়ন ফরম কিনেছেন দেশের পরিচিত মুখ তথা চলচ্চিত্র ও নাটকের অভিনেত্রীরাও।

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী (ফরিদপুর-২) আসন থেকে ফরম কিনেছেন। সিনিয়র ও পুরনো প্রার্থীদের মধ্যে শেরপুর-২ আসনে লড়াইয়ের জন্য ফরম কিনেছেন বেগম মতিয়া চৌধুরী।  মুন্সীগঞ্জ-২ আসনের বর্তমান এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি, ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, লক্ষীপুর-৪ আসনের জন্য আওয়ামী লীগের ফরম কিনেছেন আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ঢাকা-১৮ আসনে যুব মহিলা লীগ সভাপতি নাজমা খাতুন, টাঙ্গাইল-৬ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। বরিশাল-৫ আসনে জেবুন্নেছা আফরোজ, বগুড়া-৫ আসনে অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস রূপা, ময়মনসিংহ-১১ আসনে মনিরা সুলতানা, গোপালগঞ্জ-১ আসনে আরিফা রহমান রুমা, জামালপুর-২ আসনে মাহজাবিন খালেদ, বরিশাল-২ আসনে সাবেক ছাত্রলীগ নেত্রী রুবিনা মীরা, ঢাকা-৫ আসনে ফরিদা ইয়াসমিন ঝুমা, কুমিল্লা-১ আসনে সেলিনা ইসলাম, ঢাকা-১৭ আসনে চলচ্চিত্র অভিনেত্রী সারাহ বেগম কবরী, ফেনী-৩ আসনে অভিনেত্রী রোকেয়া প্রাচী, মানিকগঞ্জ-২ আসনে কণ্ঠশিল্পী মমতাজ বেগম, ঢাকা-১৪ আসনে সাবিনা আকতার তুহিন,  মৌলভীবাজার-৩ আসনে সৈয়দা সায়রা মহসিন, হবিগঞ্জ-১ আসনে অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে অ্যাডভোকেট মাহফুজা বেগম সাঈদা, নওগাঁ-৩ আসনে সখিনা সিদ্দিক।  আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মারুফা আকতার পপিও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন