• Friday, January 24, 2025

আগামীকাল আধাবেলা হরতালের ডাক দিয়েছে লেবার পার্টি

  • Oct 22, 2018

Share With

আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশব্যাপী আধাবেলা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টি। সোমবার সকালে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সামনে হরতালের ডাক দেন লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান।

দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত নাগরিক সমাবেশ করতে পুলিশ বাধা দেয়ায় হরতাল আহ্বান করে লেবার পার্টি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা ছিল।

লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান বলেন, দেশের সকল রাজনৈতিক দলের মত প্রকাশের অধিকার আছে। মানুষের ভোটাধিকার আদায়ের দাবিতে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি ডেকেছিলাম। প্রথমে জাতীয় প্রেসক্লাবে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু প্রশাসনের সাড়া মেলেনি। পরে পল্টনে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠান করতে চাইলে পুলিশ বাধা দেয়। সেজন্য আমরা মঙ্গলবার ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশব্যাপী আধাবেলা হরতালের ডাক দিয়েছি।