• Friday, January 24, 2025

শুক্রবার থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু : ওবায়দুল কাদের 

  • Nov 08, 2018

Share With

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ করা হবে।বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ধানমন্ডিতে সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সকাল ১০টা থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মাঝে ফরম বিক্রি শুরু হবে। তবে কতদিন পর্যন্ত এ ফরম দেওয়া হবে তার সিদ্ধান্ত আমাদের মনোনয়ন বোর্ডের বৈঠকের পর নেত্রী জানাবেন। আপাতত বলতে চাই আগামীকাল ৮টি বুথে আট বিভাগের ফরম বিতরণ শুরু হবে। বিভিন্ন বিভাগের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পুরো বিষয়টি মনিটর করবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, প্রত্যেক যুগ্ম-সাধারণ সম্পাদক দুইটি করে বিভাগের দায়িত্ব পালন করবেন। আওয়ামী লীগে চারজন যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ৮ জন সাংগঠনিক সম্পাদক রয়েছে।

যাদের মনোনয়ন দেওয়া হবে তাদের উপর নির্দেশ জারি করে কাদের বলেন, আচরণবিধি যাতে ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কেন্দ্র থেকে যাদের মনোনয়ন দেওয়া হবে তাদের জন্য এটি নির্দেশ।