প্রখ্যাত রবীন্দ্র গবেষক, সংগীতজ্ঞ, সংগঠক ‘সনজীদা খাতুন’ আর নেই
- Mar 25, 2025

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্র গবেষক, সংগীতজ্ঞ, ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি, ‘ প্রফেসর সনজীদা খাতুন’ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
গত এক সপ্তাহ ধরে তিনি এই হাসপাতালেই ভর্তি ছিলেন। সন্জীদা খাতুনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তার পুত্রবধূ ও ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা।
কিংবদন্তি, সাংস্কৃতিক পুরোধা ব্যক্তিত্ব ‘সনজীদা খাতুন’ এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ছায়ানটসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। সন্জীদা খাতুনের জন্ম ১৯৩৩ সালের ৪ এপ্রিল।বাবা কাজী মোতাহার হোসেন ছিলেন জাতীয় অধ্যাপক। মা সাজেদা খাতুন গৃহিণী। সন্জীদা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়থেকে ১৯৫৪ সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক, ১৯৫৫ সালে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং ১৯৭৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শিক্ষকতা দিয়েই তার কর্মজীবন শুরু।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাবিভাগে দীর্ঘকাল অধ্যাপনা করেছেন। কাজের স্বীকৃতিস্বরূপ বহু পুরস্কার তিনি পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, রবীন্দ্রস্মৃতি পুরস্কার (পশ্চিমবঙ্গ, ভারত), দেশিকোত্তম পুরস্কার (পশ্চিমবঙ্গ, ভারত)।
এছাড়া কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট ১৯৮৮ সালে তাকে ‘রবীন্দ্র তত্ত্বাচার্য’ উপাধি, ২০১৯ সালে ‘নজরুল মানস’ প্রবন্ধ গ্রন্থের জন্য ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার দেয়। ২০২১ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে।