• Friday, January 24, 2025

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচি

  • Dec 09, 2018

Share With

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

‘টেকসই উন্নয়ন, গণতন্ত্র, শান্তি ও সুশাসন দুনীতির বিরুদ্ধে একসাথে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটি (সনাক)’র আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব ড. সিরাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. এসএফএম খায়রুল আতাতুর্ক, সদর উপজেলা চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু, সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজা। মানববন্ধন সঞ্চালনা করেন বিলকিস আরা মহুয়া।

এর আগে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয় এবং পরে দুর্নীতি বিরোধী গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে সচেতন নাগরিক কমিটি সনাকের আয়োজনে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।