• Thursday, March 13, 2025

আন্দোলন করেই নির্বাচন আদায় করবো- মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন

  • Feb 26, 2025

Share With
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সামরিক সচিব অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন মন্তব্য করেছেন রাজপথে আছি, আন্দোলন করেই নির্বাচন আদায় করবো।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, আইনশৃংখলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবিতে  চাঁপাইনবাবগঞ্জের পৌরসভা পার্কে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘বিগত শেখ হাসিনার সরকারের প্রচুর টাকা বিদেশে পাচার করা হয়েছে। পাচার হওয়া টাকা ফেরত এনে দেশের নিত্যা প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু আমি সমালোচনা করেছিনা বর্তমান সরকারের সাড়ে ৬ মাস হয়ে গেছে। কোন পজেটিভ পদক্ষেপ দেখতে পাচ্ছিনা। তাই বলছি, আমরা রাস্তা থেকে হারিয়ে যায়নি। আমরা এখনো আন্দোলনে আছি। আন্দোলন করেই আমরা নির্বাচন আদায় করবো’।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। সৈয়দ শাহীন শওকত তার বক্তব্যে আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মের পাশাপাশি জামায়াত শিবিরেরও সমালোচনা করেন।
সমাবেশে আরও বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম,  সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. রফিকুল ইসলাম টিপু, বিএনপি নেতা হায়াত-উদ-দৌল্লা, এম মজিদ, নুরুল ইসলাম সেন্টু, আবু তাহের খোকন, ওবায়েদ পাঠান, সারোয়ার জাহান,  জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক হোসেন,  জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন, জেলা ছাত্র দলের সদস্য সচিব সাদ্দাম হোসেন।
এদিকে সমাবেশে বিএনপির এক নেতাকে বক্তব্য রাখতে না দেয়াকে কেন্দ্র করে দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙ্গচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।