আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই : ওবায়দুল কাদের
- Nov 30, 2018
আলোকিত ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা চাইনা বিএনপি নির্বাচন থেকে সরে যাক। আমরা চাই বিএনপি নির্বাচনে থাকুক, তারা একটি বড় দল। অংশগ্রহণমূলক নির্বাচন হোক আমরা এটাই চাই।
শুক্রবার বিকেলে আওয়ামী সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সভা চলাকালে সাংবাদিকদের এ সব কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, আমরা চাইনা গতবারের মতো বিএনপি ভুয়া অভিযোগ দিয়ে নির্বাচন বয়কট করুক। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে, অথচ বিএনপি নির্বাচনের পরিবেশ নেই বলে নানা কথা বলছে, মূলত তারাই এগুলো তুলছে।
এর আগে নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেন, আমাদের নির্বাচন পরিচালনার কমিটির ১৫টি উপ-কমিটি করা হয়েছে। প্রত্যেকটি উপ-কমিটি কিভাবে কাজ করছে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। তাদের আহ্বায়ক এবং সদস্য সচিবদের সবাই এই সভায় এসেছেন। আমরা মূলত আমাদের কাজের কার কী অগ্রগতি হলো এবং সমন্বয়টা যাতে ভালোভাবে হয় সেটা নিয়েই সভায় আলোচনা হচ্ছে।
এ সভায় আরও উপস্থিত ছিলেন ড. মসিউর রহমান, ড. আব্দুর রাজ্জাক, ফারুক খান, ডা. দীপু মনি, সাবের হোসেন চৌধুরী প্রমুখ।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন ও দৈনিক জনগণ্ঠ