• Wednesday, October 30, 2024

আমরা চাই ন্যায়বিচার, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সমাজ- জামায়াতের নূরুল ইসলাম বুলবুল

  • Oct 29, 2024

Share With

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মী নিহত ও আহতদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ করেছে জামায়াত। মঙ্গলবার (৩০ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ পৌর ও সদর উপজেলা জামায়াত এই সমাবেশের আয়োজন করে।

চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। নূরুল ইসলাম বুলবুল বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের একটি  স্লোগান ছিল উই ওয়ান্ট টু জাস্টিস। আমরা চাই ন্যায়বিচার, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন একটি সমাজ। সেই ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে দুর্নীতিমুক্ত মানুষ চাই।

চাঁপাইনবাবগঞ্জের প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, প্রশাসনের কাছে দাবি জানাতে চাই, আপনারা অবিলম্বে সুন্দরপুর ও রানীহাটি ও নয়ালাভাঙ্গা ইউনিয়নে ভিলেজ পলিটিকসের নামে চাঁদাবাজি সন্ত্রাস বোমাবাজি চলছে, সেটি বন্ধ করুন। তিনি আরো বলেন, আমরা একটি বসবাসযোগ্য চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে চাই। এইজন্য বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ও চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি বাড়িতে বাড়িতে ইসলামের আদর্শিক সৌন্দর্যকে পোঁছে দিতে হবে। যুব এবং ছাত্রসমাজকে ইসলামের সুমহান আদর্শের দিকে আহবান জানাতে হবে।

সভায় সভাপতিত্ব করেন এবং সূচনা বক্তব্য দেন পৌর জামায়াতের আমির হাফেজ গোলাম রাব্বানী। বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির রফিকুল ইসলাম, জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারী, নায়েবে আমির ও সাবেক এমপি লতিফুর রহমান প্রমুখ।