• Friday, January 24, 2025

আলোকিত চাঁপাইনবাবগঞ্জ ফাউন্ডেশনের দাতা সদস্য হলেন ব্যবসায়ী রাইহানুল ইসলাম লুনা

  • Oct 23, 2022

Share With
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী ‘মো. রাইহানুল ইসলাম লুনা’ আলোকিত চাঁপাইনবাবগঞ্জ ফাউন্ডেশনের সম্মানিত ‘দাতা সদস্য’ হলেন। মহতী-সৃজনশীল উদ্যোগে এগিয়ে আসলেন।
মেসার্স লুনা ট্রেডার্সের সত্ত্বাধিকারী ‘রাইহানুল ইসলাম লুনা’ একজন স্বনামধন্য ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক-সেবামূলক প্রতিষ্ঠানে যুক্ত থেকে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন। বৈশ্বিক মহামারী করোনাকালে এলাকার বহু মানুষকে খাদ্য-আর্থিক সহযোগিতা করেছেন। চাঁপাইনবাবগঞ্জের সামাজিক-সাংস্কৃতিকসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে পৃষ্ঠপোষকতা করে আসছেন।
সংস্কৃতি ও ক্রীড়ার প্রতি অনুরাগী ‘রাইহানুল ইসলাম লুনা’ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে অর্ধ শতাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। চাঁপাইনবাবগঞ্জের কামাল উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, জেলা সিমেন্ট, লৌহ ও ইস্পাত ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা-সাধারণ সম্পাদক, জেলা চেম্বার অব কমার্সের সদস্য, রেডিও মহানন্দা ব্যবস্থাপনা কমিটির সদস্য, মহানন্দা প্রবীণ নিবাসের নির্বাহী সদস্য, প্রথম আলো বন্ধু সভার উপদেষ্টা, নিরাপদ সড়ক চাই (নিসচা) এর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক, জেলা সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সদস্য, অন্ধকল্যাণ সমিতির আজীবন সদস্য, ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য, এ্যাঞ্জেল গার্ডেনের আজীবন সদস্য, নবাবগঞ্জ ক্লাবের আজীবন সদস্য, সাধারণ পাঠাগার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র সমিতির নির্বাহী সদস্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকার পৃষ্ঠপোষক সদস্য, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র সমিতির সাধারণ সম্পাদক, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন দায়িত্ব পালন করছেন।
তাঁকে অভিনন্দন, শুভেচ্ছা জানান ফাউন্ডেশনের মূল উদ্যোক্তা ও সদস্য সচিব মাহবুবুল ইসলাম ইমন।
আলোকিত চাঁপাইনবাবগঞ্জ ফাউন্ডেশন (www.alokitochapainawabganjfoundation.com) এবং চলমান প্রকল্প- দু’শো বছর ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী-আলোকিত চাঁপাইনবাবগঞ্জ (www.alokito-chapainawabganj.com) নিয়ে পারস্পরিক তাঁরা আলোচনা করেন।