• Friday, January 24, 2025

আসামে ৫ বাঙালিকে হত্যা

  • Nov 02, 2018

Share With

ভারতের আসামে জঙ্গি দল ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম- উলফা অন্তত পাঁচ বাঙালিকে হত্যা করেছে।

এনডিটিভি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আসামের তিনসুকিয়া জেলায় এ হত্যাকাণ্ড হয়।

হামলাকারী দলটি পরেশ বড়ুয়া নেতৃত্বাধীন উলফা-ইনডিপেনডেন্ট ফ্যাকসন বলে প্রাথমিকভাবে খবর প্রকাশ পেয়েছে।

স্থানীয়রা জানান, সন্ত্রাসীরা খেরবাড়ি বিসোনিবাড়ি এলাকা থেকে অগ্নেয়াস্ত্র ঠেকিয়ে একে একে পাঁচজনকে তুলে নিয়ে যায় এবং তাদের সবাইকে লোহিত নদীর তীরে হত্যা করে।

নিহত সবাই বাঙালি বলে জানায় পুলিশ। এ ঘটনার পর সেনাবাহিনী আসাম-অরুণাচল প্রদেশ সীমান্তে বড় ধরণের জঙ্গিদমন অভিযান শুরু করেছে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বাঙালিদের কয়েকটি সংগঠন তিনসুকিয়া জেলায় শুক্রবার ১২ ঘণ্টার অবরোধ ডেকেছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এ হত্যার প্রতিবাদে তার দল তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে মিছিল করবে।