• Thursday, November 21, 2024

ইন্দোনেশিয়ার বিধ্বস্ত প্লেনের কেউ বেঁচে নেই

  • Oct 31, 2018

Share With

ইন্দোনেশিয়ায় প্লেন বিধ্বস্তের ঘটনায় সব যাত্রী নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এদিকে প্লেনটির ব্ল্যাক বক্সেরও সন্ধান মেলেনি। যাত্রীদের প্রায় ৩৭টি দেহাবশেষ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এখন পর্যন্ত প্লেনটির যাত্রীদের বেশ কিছু দেহাবশেষের সন্ধান পাওয়া গেছে। মোট ৩৭টি ব্যাগে মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে বিধ্বস্ত বিমানের যাত্রীদের দেহাবশেষ খণ্ড-বিখণ্ড হয়ে যাওয়ায় এতে ৩৭টি মৃতদেহ রয়েছে কিনা তা নিশ্চিত নয় কর্তৃপক্ষ । মৃতদেহগুলো ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার পর হস্তান্তর করা হবে।

ইন্দোনেশিয়ায় লায়ন এয়ারের বিধ্বস্ত হওয়া বিমানের আর কেউ বেঁচে নেই। দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রতিনিধি বামব্যাং সুরিও আনজি একথা জানিয়ে বলেন, ‘দুর্ঘটনা স্থল থেকে অনেকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখন আর ওই বিমানের কেউ জীবিত নেই।’

তিনি আরো জানান, অনুসন্ধান এলাকার পরিধি বাড়িয়ে ১৫০ বর্গ নটিক্যাল মাইল করা হয়েছে।

সোমবার লায়ন এয়ারলাইনের ফ্লাইট জেট ৬১০ জাকার্তা থেকে পঙ্কালের উদ্দেশ্যে যাওয়ার পথে জাভা সাগরে বিধ্বস্ত হয়। বিমানটিতে মোট ১৮৯ আরোহী ছিল।