ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা ১৪শ’ ছাড়িয়েছে
- Oct 03, 2018
আলোকিত ডেস্ক : ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামিতে মৃতের সংখ্যা বুধবার ১৪শ’ ছাড়িয়েছে। এদিকে জীবিতদের উদ্ধারের সময় দ্রুতই নি:শেষ হয়ে আসছে বলে মনে করা হচ্ছে। এছাড়া দুর্গত অঞ্চলে এাণসামগ্রির অপ্রতুলতার বিষয় নিয়েও জাতিসংঘ সতর্ক করেছে। খবর এএফপি’র।
দেশটির জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতপু পুরও বলেছেন, সুনামিতে পালু শহরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৪টি অঞ্চলে বুধবার পর্যন্ত ১৪শ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত ৫১৯ জনকে সমাহিত করা হয়েছে। কর্তৃপক্ষ কাল শুক্রবার পর্যন্ত নিখোঁজদের উদ্ধারে সন্ধান করবে বলে জানিয়েছে।
জাতিসংঘের মানবাধিকার দপ্তর বলছে, বর্তমানে ২ লাখ লোকের জরুরি সাহায্য প্রয়োজন। এদের মধ্যে কয়েক হাজার শিশু রয়েছে।
ইন্দোনেশীয় সরকারের আবেদন সত্ত্বেও ত্রানের ব্যাপারে কম সাড়া পাওয়াতে জাতিসংঘ হতাশা ব্যক্ত করেছে।