ঈদের ১০ দিনের ছুটিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
- Jun 03, 2025
 
		আসন্ন ঈদে আইনশৃঙ্খলা বাহিনীর ছুটি বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মালিক শ্রমিক প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান উপদেষ্টা।
তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া নেয়া, অনভিজ্ঞ চালক দিয়ে গাড়ি চালানো, ফিটনেস বিহীন গাড়ি চালানোসহ বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ১০ দিনের ছুটিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর ছুটি বাতিল করা হয়েছে। সব বাহিনী সজাগ থাকবে।
এসময় পরিবহন মালিক শ্রমিক সমন্বয়কারী শিমুল বিশ্বাস বলেন, পুলিশ, রাজনৈতিক পরিচয় কিংবা অন্য কোনভাবে পরিবহনে চাঁদাবাজি দমনের জন্য ব্যবস্থা নেওয়া হবে।
