উত্তরবঙ্গের সঙ্গে বৈষম্য হয়েছে, শিল্পের বিকাশ ছাড়া উন্নয়ন অসম্ভব: আসিফ মাহমুদ
- Dec 25, 2024
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘উত্তরবঙ্গের সঙ্গে বৈষম্য হয়েছে। শিল্পের বিকাশ ছাড়া অর্থনৈতিক প্রবাহ এবং উন্নয়ন অসম্ভব। এ লক্ষ্যে উত্তরবঙ্গে যেন দ্রুত শিল্পের বিকাশ ঘটে এজন্য স্থলবন্দর শক্তিশালীকরণে সরকার কাজ করবে। ইতোমধ্যে সুগার মিল ও টেক্সটাইল মিল চালুর উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।’
বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে নীলফামারী জেলার জলঢাকা উপজেলা শহরের সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা আরও বলেন, ‘বিগত ফ্যাসিবাদের সময় উত্তরবঙ্গের সঙ্গে যেভাবে বৈষম্য করা হয়েছে। উন্নয়নে অন্তবর্তীকালীন সরকার তা করবে না। দেশের অন্যান্য স্থানের মতো রংপুর ও রাজশাহী বিভাগেও যাতে সমানভাবে উন্নয়ন হয় সেকাজ করবে এই সরকার।’
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু সাঈদ লিওন প্রমুখ।
পরে সন্ধ্যায় নীলফামারী সার্কিট হাউসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের রুবেল ইসলাম ও কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি ইউনিয়নের নাঈম ইসলামের পরিবারের হাতে দুই লাখ করে চার লাখ টাকার করে চেক বিতরণ করেন আসিফ মাহমুদ।