• Tuesday, January 7, 2025

উদীচী চাঁপাইনবাবগঞ্জ জেলা সংসদের দশম সম্মেলন

  • Jan 05, 2025

Share With

দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, চাঁপাইনবাবগঞ্জ জেলা সংসদের দশম সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ‘আমরা লড়ছি সমতার মন্ত্রে, থামবনা কখনোই শত ষড়যন্ত্রে’ স্লোগানকে সামনে রেখে সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে বিদায়ী সভাপতি এডভোকেট এবিএম সাইদুল ইসলাকে পূণরায় সভাপতি ও গোলাম মাওলাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২০২৫-২৬ দ্বি-বার্ষিক মেয়াদে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

শনিবার (৪ জানুয়ারী) সকালে শহরের শিল্পকলা মার্কেটে অবস্থিত উদীচী জেলা কার্যালয় থেকে বর্নাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান পথগুলো ঘুরে শহীদ সাটু হল মার্কেটের তৃতীয় তলায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও সংগঠনের সংগীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর অনুষ্ঠান উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক উপ-পরিচালক ডা. আব্দুস সালাম।  উদীচী জেলা সংসদ সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জুলফিকার আহমেদ সোহাগ। উপস্থিত ছিলেন জেলা সংসদ সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমীরুল মোমেনীন জীবন, উদীচীর উপদেষ্টা ইসরাইল সেন্টু, সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক মিথুন, গোলাম মওলা, সেলিনা বানু, সাদিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা দেশের সমসাময়িক সাংস্কৃতিক অবস্থা  তুলে ধরেন। তাঁরা বলেন, প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে উদীচী দৃঢ়ভাবে তার অবস্থান ধরে রাখবে। বাঙালি সংস্কৃতি চর্চা করে যাবে। পূর্বেও বহুবার উদীচীকে দমিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। উদীচীর উপর সহিংস হামলা করেছে প্রতিক্রিয়াশীলরা। কিন্তু উদীচীকে থামানো সম্ভব হয়নি, ভবিষ্যতেও সফল হবে না।