• Friday, January 24, 2025

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন- সাবেক সাংসদ জিয়াউর রহমান

  • Dec 23, 2018

Share With

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার হোগলা উচ্চ বিদ্যালয় মাঠে গোমস্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত  নির্বাচনী বিশাল জনসভায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নৌকার প্রার্থী ও সাবেক সাংসদ জিয়াউর রহমান বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা ভোট দিন, নৌকার কোন বিকল্প নাই।

রোববার বিকেলে অনুষ্ঠিত এ জনসভায় তিনি আরও বলেন, এ এলাকার রাস্তা-ঘাট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণ, ব্রীজ-কালভার্ট নির্মাণসহ অসাপ্ত কাজগুলো দ্রুত কাজ করার চেষ্ঠা করা হবে এবং মাদকমুক্ত এলাকা গড়ে তোলা হবে। তিনি নির্বাচনী জনসভায় বর্তমান সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়নের চিত্র তুলে ধরেন। বেকার-যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি লক্ষে অত্র এলাকায় শিল্প কলকারখানা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন জিয়াউর রহমান।

গোমস্তাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান জামালউদ্দিন মন্ডলের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বর্তমান সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, জেলা আওয়ামলীগের সিনিয়র সহ-সভাপতি হুমায়ন রেজা, গোমস্তাপুর উপজেলা আওয়ামরীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, ভোলাহাট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আশরাফুল হক চুনু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা বেগম, গোমস্তাপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিঠু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার, উপজেল কৃষকলীগের সভাপতি শফি আনসারীসহ আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।