• Friday, January 24, 2025

উন্নয়নের সুফল পেয়েছে বলেই মানুষ আমাদের ভোট দিয়েছে : প্রধানমন্ত্রী

  • Dec 31, 2018

Share With

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের সুফল পেয়েছে বলেই মানুষ আমাদের ভোট দিয়েছে। অন্যদিকে সন্ত্রাস-দুর্নীতি বিএনপি-জামায়াত জোটের এই ভরাডুবি হয়েছে।

সোমবার বিকালে গণভবনে ৩০ দেশের পর্যবেক্ষক এবং সাংবাদিকদের সঙ্গে নির্বাচনোত্তর মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, দেশবাসী যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে। সেজন্য স্বচ্ছ নির্বাচনের জন্য লড়াই করেছি।

মাদক, দুর্নীতি জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে বলেও জানান তিনি।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন