• Saturday, December 21, 2024

এজাবুল হক বুলি জেলায় শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত

  • Sep 26, 2018

Share With

স্টাফ রিপোর্টার : প্রাথমিক শিক্ষা বিস্তারে নিজেদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কোমলমতি শিশুদের মাঝে যারা নিজেদের উৎসর্গ করেছেন তাদের স্বীকৃতিস্বরূপ দেয়া হয়েছে শ্রেষ্ঠত্বের পুরস্কার।

এরই ধারাবাহিকতায় এবারও চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রাথমিক শিক্ষা পদক ২০১৮এর মূল্যায়নে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী মনোনীত হয়েছেন মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বীর শ্রেষ্ঠ কলেজের অধ্যক্ষ এজাবুল হক বুলি। দীর্ঘদিন থেকে জেলায় প্রাথমিক শিক্ষা বিস্তারে অবদান রাখায় তাঁকে এ পদকে ভূষিত করা হয়।

তাঁর এ প্রাপ্তিতে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার অধ্যক্ষ এজাবুল হক বুলিকে অভিনন্দন জানিয়েছেন।