• Tuesday, January 28, 2025

এশিয়া কাপ জেতার স্বপ্নে বিভোর : টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • Sep 28, 2018

Share With
এশিয়া কাপ ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত। শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৫টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হয়েছে।
বলা হচ্ছে এই স্টেডিয়ামের পিচটি ব্যাটিংয়ের পক্ষে। তাই আগে যে ব্যাট করবে তাদের জন্য এটা ভালো হবে। দু’দেশের মধ্যকার ম্যাচটি সরাসরি দেখাচ্ছে মাছরাঙা, গাজী টিভি, বিটিভি।
বাংলাদেশ একাদশ: 
লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা, মেহেদী হাসান, নাজমুল ইসলাম, রুবেল হোসেন  এবং মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ:
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, কেদার জাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্র চাহাল ও জাসপ্রিত বুমরাহ।