• Friday, January 24, 2025

ওবায়দুল কাদেরের সাথে দেখা করলেন শিবগঞ্জের ডা. শিমুল এমপি

  • May 19, 2019

Share With

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে দেখা করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের এমপি ডা.সামিল উদ্দিন আহমেদ শিমুল।

শুক্রবার (১৭ মে) রাত সাড়ে আটটায় ওবায়দুল কাদেরের বাসবভনে যান এমপি। এ সময় তিনি ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদসহ ১৪ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডা. শিমুল বলেন, ওবায়দুল কাদের ভাই আল্লাহ্‌র রহমতে সুস্থ্য আছেন এবং বর্তমানে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন।