• Friday, January 24, 2025

কাগজের ব্যবহার কমাতে ইভিএম : রাজশাহীতে ইসি

  • Oct 27, 2018

Share With

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশের গাছ রক্ষা করতে কাগজের ব্যবহার কমাতে চাই। তাই ব্যালটের পরিবর্তে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার রাজশাহীতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ইভিএম মেলা উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ইসি রফিকুল ইসলাম বলেন, ‘কোটি কোটি গাছ নষ্ট করে ব্যালট ও ব্যালটের সঙ্গে আনুসঙ্গিক কাগজপত্র তৈরী করতে হয়। আমরা পৃথিবীটাকে বসবাসের অযগ্য করে দিতে পারি না। তাই আপনাদের সামনে ইভিএম মেশিন নিয়ে এসেছি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ‘আমাদের কাছে ঐক্যফ্রন্ট বলে কিছু নাই। আমাদের কাছে আছে নিবন্ধিত ৩৯টি দল। এদের কেউ কেউ ইভিএমএর বিরোধীতা করেছে। কিন্তু সিটি নির্বাচনে এবং অন্যান্য নির্বাচনেও ইভিএম ব্যবহার করা হয়েছে। সেখানে ১২টি দল অংশ নিয়ে কেউ কেউ জয় লাভও করেছে।’

আরেক প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন, ‘মেলায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ডাকা হয়েছিল। কিন্তু তারা আসেন নি। তাদের তো জোর করে নিয়ে আসতে পারি না বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘রাজনীতিক দলের চেয়ে আমার কাছে সবার আগে ভোটার। ভোটারের সন্তুষ্টি করতে চাই। আর যদি ভোটারের সন্তুষ্টি অর্জন করতে পারি তা হলে আমি ধরে নিই রাজনীতিক দলের সন্তুষ্টি অর্জন হবে। কারণ ভোটারদের জন্যই তো রাজনীতিক দল।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন অফিস চত্বরে ইভিএম সম্পর্কে জনগণকে ধারণা দিতে এ মেলার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রসাশক এসএম আব্দুল কাদের। উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের ভারপ্রাপ্ত কমিশনার অমিনুল ইসলাম, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশিদ হোসেন, আরএমপি কমিশনার একেএম হাফিজ অক্তার, রাজশাহী পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ। এ মেলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ডেমো ভোটগ্রহনের ব্যবস্থা রাখা হয়েছে।pt24