• Saturday, December 21, 2024

কানসাটে অভিভাবক ও সুধী সমাবেশ

  • Sep 26, 2018

Share With

স্টাপ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে শিমুল আইডিয়াল স্কুলে প্লে হইতে অষ্টম শ্রেণির উদ্বোধন উপলক্ষে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিমুল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক সৈয়বুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ আসনের সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী।

এ-সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, সহকারি শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান, কানসাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মাসুম আলী, স্কুল পরিচালক মনিরুজ্জামান শিমুল, শ্যামপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি আতিকুল ইসলাম চৌধুরী ডিউক, প্রভাষক সাকিম আলি, অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক রুস্তম আলি, যুবলীগ নেতা আবুল কালাম আজাদসহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে এমপি গোলাম রাব্বানী- স্কুলে একটি ভ্যান ও দুটি সোলার প্যানেল স্থাপনের ঘোষণা দেন।