• Saturday, December 21, 2024

কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু আর নেই : ফেসবুকে শোকের মাতম

  • Oct 18, 2018

Share With

অালোকিত ডেস্ক: ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু আর নেই। আজ বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনে সকাল সাড়ে ৮টায় মৃত্যুবরণ করেন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ৯টা ৫৫ মিনিটে মৃত ঘোষণা করেন।

তাকে এক নজর দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভিড় জমাচ্ছেন শিল্পী ও ভক্ত-অনুরাগীরা।

তার মৃত্যুতে শোকের মিছিল নেমেছে সবখানে। শোকে ভাসছেন তার স্বজন, সহকর্মী, ভক্ত-অনুরাগীরা। ফেসবুকেও চলছে শোকের মাতম। তাকে স্মরণ করে তার জন্য লিখছেন সবাই।

জনপ্রিয় রকস্টার জেমসের ব্যান্ডদল ‌‘নগর বাউল’র ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘বাংলা রক সংগীতের কিংবদন্তী আইয়ুব বাচ্চুর প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা। এই ক্ষতি বাংলা সঙ্গীতের জন্য অপূরণীয় । উনার আত্মার মাগফেরাত কামনা করছি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।’

ঢাকা ও মাকসুদ ব্যান্ডের মাকসুদুল হক লিখেছেন, ‌‘মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি”।’ তিনি আরও লিখেছেন, ‘ছেউড়িয়া, কুষ্টিয়াতে #ফকির_লালন_সাঁইজির ১২৮তম তিরোভাব বার্ষিকীতে দেশ ও বিদেশ থেকে আগত সকল সাধুগুরু বৈষ্ণবদের রাঙা চরণে আমার আন্তরিক ভক্তি ও শ্রদ্ধা জ্ঞাপন করলাম। বিদেশে অবস্থানের কারণে সাধু সঙ্গে অনুপস্থিতির জন্য মার্জনা ও অপারগতা প্রকাশ করলাম । দোষ ত্রুটি ক্ষমা করবেন নিজ গুনে।’

প্রমিথিউস ব্যান্ডের দল প্রধান ও গায়ক বিপ্লব লিখেছেন, ‘মেনে নিতে পারছি না বাচ্চু ভাই নেই, মানুষ চলে যাবে। কিন্তু এভাবে অসময়ে কেন? রাজা চলে গেলেন, রাজার মতো করে।’

মাইলস ব্যান্ড তারকা শাফিন আহমেদ লিখেছেন, ‌‘আল্লাহ তোমার আত্মাকে শান্তি দান করুন আইয়ুব বাচ্চু। সুর আর গানে তুমি কোটি হৃদয়কে স্পর্শ করে। এই হঠাৎ মৃত্যুতে আমি শোকাহত।’

জনপ্রিয় ব্যান্ডদল শিরোনামহীন তাদের ফেসবুক প্যাজে লিখেছে, ‌‘কিংবদন্তি আইউব বাচ্চু ভাই আর আমাদের মাঝে নেই। বিনম্র শ্রদ্ধা রইলো…’

চিরকুট ব্যান্ড তাদের ফ্যানপেজে আইয়ুব বাচ্চুর শোকে লিখেছে, ‘আমাদের গানের পাখি, বাংলা ব্যান্ডের কিংবদন্তী আমাদের আইয়ূব বাচ্চু ভাই, এলআরবি’র আইয়ূব বাচ্চু ভাই, বাংলাদেশের আইয়ূব বাচ্চু ভাই আমাদের সবার মাথার ছায়া এবি আর নেই! ইন্নানিল্লাহি ওয়া…রাজিউন!

আজ বাংলাদেশের কষ্টের দিন, কাঁদার দিন। আজ পৃথিবীর কষ্টের দিন। সৃষ্টিকর্তা আমাদের ভালোবাসার, আদরেরে, শ্রদ্ধেয় প্রিয় এই শিল্পীর আত্মার শান্তি দিন। আমিন!’

এছাড়াও ফেসবুকে লিখছেন আরও অনেক তারকা ও ভক্তরা। ফেসবুকের হোম পেজ আজ শোকের। প্রিয়জন হারানোর, প্রিয় গানওয়ালাকে হারিয়ে ফেলার সেই শোক।

চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী লিখেছেন, ‘কখনো চলে গেলে টাইমলাইন জুড়ে টের পাওয়া যায় মানুষটা কতটা বেশী করে ছিলো। কখনো কখনো তাই না থাকাটাও হয়ে ওঠে থাকার অনেক বড় স্বাক্ষর। মানুষ হয়তো তাই চলে যায়।’

অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘চলে গেলেন আইয়ুব বাচ্চু ভাই….শ্রদ্ধা…….’

মেহের আফরোজ শাওন লিখেছেন, ‌‘‘এই রূপালী গিটার ফেলে একদিন/চলে যাবো দূরে- বহুদূরে…’ আইয়ুব বাচ্চু… আমার মতো আরো অনেকের কৈশোর সুরের মায়াজালে বন্দী করে রাখার জন্য আপনাকে ভালোবাসা…ভালো থাকুন- আকাশের তারায়…’’

গায়িকা ন্যান্সি লিখেছেন, ‘হাসতে দেখো গাইতে দেখো/অনেক কথায় মুখর আমায় দেখো/
দেখোনা কেউ হাসি শেষে নীরবতা…/ আপনি আমাদের অন্তরে ছিলেন, আছেন, থাকবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

চিত্রনায়ক শাকিব খানের ফেসবুক পেজে স্মরণ করেছেন আইয়ুব বাচ্চুকে। সেখানে তিনি লিখেছেন, ‌‘ওপারে ভালো থাকবেন বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তী আইয়ুব বাচ্চু।’

নায়ক সাইমন একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘সেদিনের কথা,সাইমন গিটার আমার প্রাণ! এত দ্রুত এত অচেনা হয়ে যাবেন ভাবতে পারি নি,বলেছিলেন অনেক আড্ডা হবে,আর তো হবে না ভাই! আমাদের ছেড়ে চলে গেলেন রক স্টার আইউব বাচ্চু। আল্লাহ আপনাকে বেহেস্ত নসিব করুন।’

চিত্রনায়ক বাপ্পী চৌধুরী লিখেছেন, ‌‘আজকের দিনটা মন খারাপের। আল্লাহ তার আত্মাকে শান্তি দান করুন।’

অভিনেতা নিরব লিখেছেন, ‘এই রুপালি গিটার ফেলে/একদিন চলে যাব দুরে, বহুদূরে/ সেদিন অশ্রু তুমি রেখো, গোপন করে!!!’

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কলকাতার জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক অনুপম রায়। তিনি লিখেছেন, ‘বাচ্চু ভাই-এর (আয়ুব বাচ্চু) এভাবে হঠাৎ করে চলে যাওয়াটা মেনে নেওয়া কঠিন। বাংলা গান চিরদিন মনে রাখবে এই চমৎকার গুণী মানুষটিকে। #সেইতুমি #AyubBachchu’।

এদিকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ জানান যায়, আগামীকাল শুক্রবার বাদ জোহর রাজধানীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা নামাজ পড়া হবে। এছাড়া এফডিসি ও কেন্দ্রীয় শহীদ মিনারে পরবর্তী জানাজা নামাজ অনুষ্ঠিত হতে পারে।

এরপরে চট্টগ্রামে মায়ের কবরের পাশেই আইয়ুব বাচ্চুকে দাফন করা হবে। আইয়ুব বাচ্চুর এক ছেলে ও এক মেয়ে বর্তমানে দেশের বাইরে রয়েছে। তাদের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: জাগো নিউজ