• Sunday, February 23, 2025

কেন্দ্রীয় নেতার মুক্তি ও নিবন্ধন পুনর্বহাল দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

  • Feb 18, 2025

Share With

জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল এবং দলের সহকারী সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে, দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির আবুজার গিফারীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আবু বকরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র মো: নজরুল ইসলাম, জেলা নায়েবে আমির ও সাবেক এমপি লতিফুর রহমান, জেলা সহকারি সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়্যারম্যান মোখলেসুর রহমান প্রমূখ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয় এবং মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিমোড়ে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর এ টি এম আজহারকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর ২০১৯ সালের ৩১ অক্টোবর দেওয়া রায়ে মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। এ রায় রিভিউ চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগে আবেদন করেন এ টি এম আজহারুল ইসলাম। আগামী ২০ ফেব্রুয়ারি সেই শুনানি হবে।