• Saturday, December 21, 2024

কোটা সংরক্ষনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের মানববন্ধন

  • Aug 29, 2018

Share With

পিছিয়ে পড়া আদিবাসী জনগোষ্ঠির কোটা সংরক্ষনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের উদ্দোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জের বঙ্গবন্ধু মুর‌্যাল চত্বরের সামনে ঘন্টাব্যাপী চলা এই মানবন্ধনে বক্তব্য রাখেন, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমু, সাধারণ সম্পাদক প্রভাত টুডু, ছাত্রনেতা লুইস টুডু ও সিপিবি নেতা ইসরাইল সেন্টু।

বক্তারা বলেন, গত ১৩ আগষ্ট ২০১৮ তারিখ মন্ত্রী পরিষদ সচিব এক সভায় পিছিয়ে পড়া জনগোষ্ঠির বিষয়ে বলেন, ‘দেশে এখন আর কেই পিছিয়ে পড়া জনগোষ্ঠি নেই। তাই পিছিয়ে পড়া জনগোষ্ঠির জন্য কোন কোটা রাখার সুপারিশ রাখা হয়নি। এই বক্তব্যের প্রতিবাদ হিসেবে এই মানববন্ধন বলে নের্তৃবৃন্দ দাবী করেন।

শেষে ফোরামের নেতৃবৃন্দরা একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধমে প্রধানমন্ত্রী বরাবর কাছে প্রেরন করেন।