• Friday, January 24, 2025

‘কোনো অবস্থাতেই এক তরফা নির্বাচন করতে চায় না সরকার’

  • Dec 03, 2018

Share With

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো অবস্থাতেই এক তরফা নির্বাচন করতে চায় না সরকার।

তিনি আরও বলেন, মনোনয়নপত্র বাতিল আইনি ও নির্বাচন কমিশনের বিষয়। এর সঙ্গে সরকারের কোনো সংযোগ নেই।

সোমবার (৩ ডিসেম্বর) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, “আমরা চেষ্টা করবো কোনোভাবে যেন লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট না হয়। কোনো অবস্থাতেই একতরফা অবস্থা তৈরি করে নির্বাচন করতে চাই না। অপজিশন একটি চাকা। মানুষ সিদ্ধান্ত নেবে। আমরা ফাঁকা মাঠে গোল দেবো, সরকার কোনোভাবেই এটা চায় না।”

কাদের বলেন, “আমাদের তো জনগণের মধ্যেই থাকতে হবে। দলের গুরুত্বপূর্ণ একটি পদে থেকে আমার একটি রেসপসিবিলিটি (দায়িত্ব) আছে। এখন এক কথা বলবো, আজ থেকে ২৬-২৭ দিন পর যদি এর ব্যত্যয় ঘটে তখন কী হবে?”

তিনি আরও বলেন, আমরা একটি বিশ্বাসযোগ্য নির্বাচন করতে চাই। গতবার বিএনপি অংশ না নিয়ে যে অবস্থা তৈরি হয়েছিল সেটা এবার হবে না। কোনো অবস্থাতেই নির্বাচনের পরিবেশ ক্ষুণ্ন হোক এটা আমরা চাই না।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন