• Saturday, December 21, 2024

কোহলি ভক্তের কান্ড

  • Oct 12, 2018

Share With

নিরাপত্তা বেষ্টনি ভেঙ্গে মাঠের ভেতর প্রবেশ করে ভারতের অধিনায়ক বিরাট কোহলির সাথে সেলফি তুললেন তারই এক ভক্ত। হায়দারাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে এমন ঘটনা ঘটে।
ম্যাচের প্রথম সেশনে খেলা শুরুর ৩০ মিনিটের সময় হঠাৎ করেই মাঠের ভেতর প্রবেশ করে দৌঁড়ে কোহলির সামনে যান এক ক্রিকেট ভক্ত। এরপর তার সাথে সেলফি তুলেন এবং কোহলিকে জড়িয়ে ধরেন। কোন বাধাঁ দেননি কোহলি।
তবে সেলফি তোলার পর কোহলিকে চুম্বন করার চেষ্টা করেন ঐ ভক্ত। কিন্তু এতে বিব্রতবোধ করেন কোহলি। এর মধ্যে মাঠে প্রবেশ করে নিরাপত্তা কর্মীরা। পরে ঐ ভক্তকে ধরে নিয়ে মাঠ ছাড়ে নিরাপত্তাকর্মীরা।
এরপরই পানি পানের ঘোষণা দেন অন-ফিল্ড আম্পায়াররা। এসময় টিভি ক্যামেরার মধ্যমনি ছিলেন কোহলি। তখন তাকে বেশ হতাশাগ্রস্থ দেখাচ্ছিলো।
এই সিরিজে এমন ঘটনা দ্বিতীয়বারের মত ঘটলো। এর আগে রাজকোটে সিরিজের প্রথম টেস্ট চলাকালীন নিরাপত্তা বেষ্টনি ভেঙ্গে মাঠে এক দর্শক প্রবেশ করেছিলো।