• Friday, January 10, 2025

গবেষক-লেখক, গুণী শিক্ষক গোলাম কবিরের দাফন সম্পন্ন

  • Jan 09, 2025

Share With
মাহবুবুল ইসলাম ইমন:
গবেষক-লেখক, গুণী শিক্ষক গোলাম কবিরের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৮ জানুয়ারী) বাদ জোহর চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর আরামবাগ পোল্লাডাঙ্গা গোরস্থানে নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।
এর আগে রাজশাহী কলেজের সাবেক শিক্ষক, লেখক, গবেষক অধ্যাপক গোলাম কবির মো. নূরুল হুদার ১ম জানাজা রাজশাহীতে অনুষ্ঠিত হয়। জানাজায় রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানসহ শিক্ষক, মরহুমের ছাত্রসহ বহু মানুষ অংশগ্রহণ করেন।
গত মঙ্গলবার দুপুরে বার্ধক্য জনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সামরিক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্ন ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বছর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের কৃতী সন্তান অধ্যাপক গোলাম কবির চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ ওয়ার্ডের পোল্লাডাঙ্গা মহল্লার মাওলানা হেশাম উদ্দিনের ছেলে এবং প্রয়াত সাংবাদিক অধ্যাপক জিকেএম শামসুল হুদার ছোট ভাই ।
মানুষ গড়ার কারিগর-গুণী শিক্ষক, কলামিস্ট-লেখক গোলাম কবির রাজশাহী নিউ গভ.ডিগ্রী কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ ও বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। চাঁপাইনবাবগঞ্জে জন্ম নেয়া গুণী এই মানুষটি থাকতেন রাজশাহীতে। বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছিলেন। জাতীয় পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন। রবীন্দ্র-নজরুল গবেষক ছিলেন।