• Friday, January 24, 2025

গম্ভীরা শিল্পী `কুতুবুল আলমের’ ১৯তম মৃত্যুবার্ষিকী

  • Dec 13, 2018

Share With

গম্ভীরা শিল্পী, কিংবদন্তি কুতুবুল আলমের মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৯ সালের আজকের এই দিনে চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান, গম্ভীরার নানা কুতুবুল আলম মৃত্যুবরণ করেন। কুতুবুল আলমের ১৯তম প্রয়াণ দিবস উপলক্ষে রকিবউদ্দিন-কুতুবুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে আজ শুক্রবার বাদ জুম্মা চাঁপাইনবাবগঞ্জ শহরের ফকিরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল, দোয়া ও কবর জিয়ারতের আয়োজন করা হয়েছে।

উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত থাকবেন রকিবউদ্দিন ও কুতুবুল আলম ফাউন্ডেশনের আহ্বায়ক ফাইজুর রহমান মানি, সদস্য সচিব সাংবাদিক শহীদুল হুদা অলক, কুতুবুল আলমের সন্তান, গম্ভীরার শিল্পী ও দিয়াড়ের সাংস্কৃতিক সম্পাদক সুজাতুল আলম কল্লোলসহ অন্যরা।সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।