গোদাগাড়ীতে ঈদে মিলাদুন্নবী উদযাপন
- Nov 22, 2018
পবিত্র ঈদ ই মিলাদুন্নবী উপলক্ষে গোদাগাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর জন্ম ও মৃত্যু দিবসের এই পবিত্র দিনটি উপলক্ষে বুধবার বাদ মাগরিব নামাজের পর গোদাগাড়ী উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা সভা ও দোয়া কামনা করা হয়।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন গোদাগাড়ী উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও, শরিফুল ইসলাম। আরো আলোচনা রাখেন, মাও. মাঝহারুল ইসলাম, মাও. রুহুল আমিন, মাও. হাফিজুর রহমান, মাও. মমিনুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইসহাক, সহকারী পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল মোঃ লুৎফর রহমান, গোদাগাড়ী শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বরজাহান আলী পিন্টুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনাদর্শ, ইসলাম প্রচার, মানবিক গুণাবলি, ভালকাজে সহযোগিতায় ভূমিকাসহ নানান দিক আলোচনা করা হয়। এই আলোচনা হতে মুসলিম উম্মাকে মহানবীর জীবনাদর্শ বুকে লালন ও ধারণ করে চলাফেরার আহবান জানানো হয়।