• Friday, January 24, 2025

গোদাগাড়ীতে পিকআপ ও বাইকের সংঘর্ষে রেলওয়ে পুলিশের এসআইসহ নিহত ২

  • Oct 25, 2018

Share With

রাজশাহীর গোদাগাড়ীতে গোদাগাড়ীতে পিকআপ ও বাইকের সংঘর্ষে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সোনাদীঘি নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আল ইসলাম তুহিন (৩০), মো. আলাউদ্দিন (২৩ আল ইসলাম তুহিন রাজশাহী রেলওয়ে থানার উপ-পরিদর্শক ছিলেন। আর আলাউদ্দিন ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের নিরাপত্তা প্রহরী।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, আল ইসলাম ও আলাউদ্দিন মোটরসাইকেলে চড়ে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে একটি পিকআপ মোটরসাইকেলটিকে চাপা দিয়ে সড়কে পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আলাউদ্দিন নিহত হন। আর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পর মারা যান আল ইসলাম।