• Friday, January 24, 2025

গোদাগাড়ীতে বিজিবির ২৬ লাখ টাকার হেরোইন উদ্ধার

  • Oct 16, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক-

উপজেলার জামাইপাড়া ক্যাম্প এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৩ শ গ্রাম হেরোইন উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৩ ব্যাটালিয়নের সদস্যরা। গত সোমবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়।
চাঁপাইনবাবগঞ্জস্থ বিজিবির ৫৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মো. এখলাছুর রহমান জানান, বিজিবির মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার দিবাগ রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৫৩ ব্যাটালিয়নের হাবিলদার মো. শফিয়ার রহমানের নেতৃত্বে অভিযানে নামে গোদাগাড়ী বিওপির একটি টহল দল। এ-সময় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জামাইপাড়া ক্যাম্প এলাকা থেকে মালিক বিহীন অবস্থায় ১ কেজি ৩ শ গ্রাম হেরোইন উদ্ধার করে।
যার আনুমানিক মূল্য ২৬ লাখ টাকা। উদ্ধার করা হেরোইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।