• Friday, January 24, 2025

গোদাগাড়ীতে যুবলীগের নির্বাচনী বর্ধিত সভা

  • Oct 10, 2018

Share With

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউপির ১ ও ২ নং ওয়ার্ডের যুবলীগের বর্ধিত সভা ও রাজশাহী জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম এএইচএম খালিদ ওয়াসী কেটুর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে মোহনপুর ইউনিয়নে স্কুলে মোহনপুর ইউপি যুবলীগের সভাপতি নাসিম ইসলাম মুকুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম।

প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লব।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক কাউসার মাসুম ও জব্বার আলী।

বর্ধিত সভায় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রতীকের বিজয় ঘটানোর জন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে একযোগে কাজ করার প্রত্যায় ব্যক্ত করা হয়। এছাড়াও বর্তমান সাংসদ ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে নির্বাচনে ঝাপিয়ে পড়ে এলাকার উন্নয়ন সকলের মাঝে তুলে ধরার আহবান জানানো হয়।

সভায় প্রায় ৫ শতাধিক নেতাকর্মীর উপস্থিতি দেখাযায় এর আগে যুবলীগ নেতা মরহুম খালিস ওয়াসী কেটুর স্মরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়।