• Friday, January 24, 2025

গোদাগাড়ী উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা

  • Oct 29, 2018

Share With

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় গোদাগাড়ী উপজেলা মিলানায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিমুল আকতারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্রধান উপদেষ্ঠা স্থানীয় সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইসহাক, ভাইস চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা, সহকারি পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল লুৎফর রহমান, গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

সভায় সরকারের গৃহীন উন্নয়ন কাযক্রম সঠিক ভাবে বাস্তবায়ন, উন্নয়ন কার্যক্রম সঠিক ভাবে জগগণের মাঝে প্রচার ও বাস্তবায়নের দিক নির্দেশনা প্রদান করেন। পরে সাংসদ ওমর ফারুক চৌধুরী এনজিও সমন্বয় সভায় যোগদান করেন।