• Friday, January 24, 2025

গোমস্তাপুরে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

  • May 21, 2020

Share With

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বালুটুঙ্গী গ্রামে টনিক (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পেটের পীড়া সইতে না পেরে গলায় ফাঁস দেয় টনিক।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় এলাকাবাসী ও গোমস্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম হোসেন জানান, বালুটুঙ্গী গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে টনিক পেটের পীড়া সহ্য করতে না পেলে দুপুর আড়াইটার দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পরে পরিবার ও এলাকার লোকজন জানতে পেরে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।