• Friday, January 24, 2025

গোমস্তাপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

  • Oct 27, 2018

Share With

নিজস্ব প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হেফাজুদ্দিন মেমোরিয়াল ডায়াবেটিক সেন্টারের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত গোমস্তাপুর বাজারস্থ হেফাজুদ্দিন মেমোরিয়াল ডায়াবেটিক সেন্টারে চলা এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (অব:) চিকিৎসক ও হেফাজুদ্দিন মেমোরিয়াল ডায়াবেটিক সেন্টারের পরিচালক প্রফেসার মো. তৈয়ব আলী।

ফ্রি মেডিকেল ক্যাম্পে নাক-কান-গলা ও ডায়বেটিস রোগে আক্রান্ত প্রায় ১০০ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।