• Saturday, May 4, 2024

গোমস্তাপুরে ভোক্তা অধিকার আইনে ফার্মেসিকে জরিমানা

  • Sep 26, 2018

স্টাফ রিপোর্টার :  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে গোমস্তাপুর উপজেলা বাজারের একটি ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে এ অভিযান চালানো হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম জানান, বাজার তদারকিমুলক এই অভিযানে ওই বাজারের ৪টি প্রতিষ্ঠান পরিদর্শন করে ফিরোজ ফার্মেসিকে জরিমানা করা হয়। অভিযানে জেলা বাজার অনুসন্ধানকারী কর্মকর্তা নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক জানান, ওই ফার্মেসি পরিদর্শনকালে দেখা যায়, ঔষধ প্রশাসন প্রদত্ত ড্রাগ লাইসেন্স অনুযায়ী যে সকল নির্দেশনা মেনে চলার কথা সে সকল নির্দেশনা মানা হচ্ছে না। ড্রাগ লাইসেন্স ফার্মেসির দৃশ্যমান স্থানে প্রদর্শনের নিয়ম থাকলেও তা করা হয়নি। ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করা হচ্ছে। ঔষধ ক্রয়-বিক্রয় ও মজুদের তথ্য রেজিস্টার সংরক্ষণ করা হচ্ছে না। বিক্রিত ঔষধের ক্যাশ মেমো প্রদান করা হচ্ছে না। এছাড়া মেয়াদোত্তীর্ণ ঔষধ নির্দিষ্ট ড্রামে রাখার কথা থাকলেও তা মেনে চলছেন না । তাই ওই ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।