• Saturday, December 21, 2024

গোমস্তাপুরে সেফটিক ট্যাংকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

  • Sep 19, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বুধবার সকালে সেফটিক ট্যাংকে পড়ে ১ স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত ছাত্র গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের আব্দুর রশিদের ছেলে দশম শ্রেণির ছাত্র সোহেল রানা (১৬)।

বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান মো. জিয়াউর রহমান আকবর জানান, বুধবার সকালে বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের সোহেল রানা প্রকৃতির ডাকে সাড়া দিতে রিংপাটের তৈরি টয়লেটে গেলে সঙ্গে থাকা মোবাইল সেট হাত থেকে সেফটিক ট্যাংকে পড়ে যায়। এ-সময় মোবাইল সেটটি তুলতে গিয়ে সেও সেফটিক ট্যাংকের মধ্যে পড়ে যায়। পরে পরিবারের লোকজন উদ্ধার করার আগেই সে ঘটনাস্থলে মারা যায়। তার মৃত্যুতে সহপাঠী ও এলাকার লোকজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।