• Friday, January 24, 2025

গোমস্তাপুর ও নওগাঁয় বাজার তদারকিমূলক অভিযানে ২৮ হাজার টাকা জরিমানা আদায়

  • Oct 09, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নওগাঁর নিয়ামতপুর সীমান্তের আড্ডা বাজারে মঙ্গলবার বাজার তদারকিমূলক অভিযান চালানো হয়েছে। জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় পরিচালিত অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জহিরুল ইসলাম জানান, বাজার তদারকিমূলক অভিযান চালিয়ে ২ টি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। তার মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৭ অনুযায়ী পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য না থাকার অপরাধে ২ টি বেকারি ও ১ টি ফার্মেসিকে ২৮ টাকা জরিমানা আরোপ করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জহিরুল ইসলাম, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. কোবাদ আলী, চেম্বারের পরিচালক শহীদুল ইসলাম, সদর থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা।