• Sunday, May 5, 2024

চাঁপাইনবাবগঞ্জে ট্রাফিক পুলিশের সাথে রোভার সদস্যদের যানবাহনের কাগজ পরীক্ষা

  • Sep 14, 2018

ডি এম কপোত নবী : দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। সত্যি একত্রে কাজ করলে বিশ্ব জয় করা সম্ভব। তেমনি চাঁপাইনবাবগঞ্জে ট্রাফিক পুলিশের সাথে রাস্তায় চলাচলকৃত যানবাহন এর কাগজপত্র সঠিক আছে কী না তা দেখছেন রোভার স্কাউট এর সদস্যবৃন্দ।

পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম এর নির্দেশনায় বেশ কিছুদিন থেকেই শহরের বিশ্বরোড মোড়, শান্তি মোড়, ফায়ার সার্ভিস মোড়ে ট্রাফিক পুলিশের পাশাপাশি রোভার স্কাউট এর সদস্যরাও যানবাহনের কাগজপত্র পরীক্ষা করছে।

শুক্রবার শহরের শাহনেয়ামতুল্লাহ মোড়ে দেখা গেছে যানবাহনের চালকবৃন্দ বেশ সানন্দের সহিত কাগজপত্র দেখাচ্ছেন। যাদের সঠিক কাগজ নাই সে সব যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণা করছেন। এসআই জাকির হোসেন জানান, বেশ কিছুদিন থেকেই আমাদের সাথে রোভার সদস্যরা সহযোগীতা করে আসছেন। নিয়মিত যানবাহনের কাগজপত্র পরীক্ষা করছেন। রাস্তায় সঠিক ভাবে চলাচলের নিয়ম বুঝিয়ে দিচ্ছেন রোভার সদস্যরা।
ঢাকার কাওরানবাজার থেকে আসা ট্রাক চালক মোহাম্মদ মোস্তাফিজুর জানান, শুধু আপনাদের চাঁপাইনবাবগঞ্জ না অনেক স্থানে দেখছি ট্রাফিকের পাশাপাশি রোভার সদস্যরা রাস্তায় কাজ করছে। এটা ভালো কাজ। আমরা চালকরাও ঠিকমত কাগজপত্র দেখাচ্ছি তাদের।


এ-ব্যাপারে জানতে চাইলে পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম এ প্রতিবেদককে জানান, রোভার সদস্যরা সব শিক্ষার্থী, তাঁরা যথেষ্ঠ সজাগ হয়ে সানন্দেই কাজ করছে। সকলকেই একত্রে কাজ করলে, চালকদের সচেতন করতে পারলে অচিরেই আর কেউ যানবাহনের কাগজপত্র ছাড়া রাস্তায় চলবে না। রোভার সদস্যদের এমন মহতি কাজের জন্য ভূয়সী প্রশংসাও করেন মোজাহিদুল ইসলাম।