• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জের কল্যাণপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

  • Jan 08, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জ শহরের কল্যাণপুর এলাকায় মঙ্গলবার সকালে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার কয়লার দিয়াড় গ্রামের জালাল উদ্দিনের ছেলে মিজানুর রহমান পলাশ (৩২) ও কলেজপাড়া মহল্লার সালাহউদ্দিনের ছেলে মশিউর রহমান পপেল (৩১)।  এঘটনায় ট্রাকটি পুলিশ আটক করলেও চালক পালিয়ে গেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই গোলাম মোস্তফ জানান, গোমস্তাপুর থেকে চাঁপাইনবাবগঞ্জে আসার সময় মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কল্যাণপুর হর্টিকালচার সেন্টারের সামনে পৌছলে পিছন দিক থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দিলে রাস্তায় পড়ে যায়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা মারা যান।

এসময় বিক্ষুব্ধ লোকজন প্রায় আধাঘন্টা সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।