• Monday, December 30, 2024

চাঁপাইনবাবগঞ্জের কানসাট বাজারে আম কেনাবেচা শুরু

  • Jun 02, 2020

Share With

দেশের সবচেয়ে বড় আমের বাজার চাঁপাইনবাবগঞ্জের জেলার শিবগঞ্জ-কানসাট আম বাজারের আম বেচা-কেনা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের কানসাট আম বাজারের আম ক্রয়-বিক্রয়ের শুভ উদ্বোধন করা হয়। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে ঐতিহ্যবাহী বাজারে আম ক্রয়-বিক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।

একই সঙ্গে ম্যাংগো ক্যালেন্ডার অনুযায়ী, মঙ্গলবার (২ জুন) গোপালভোগ, খিসাপাতসহ (হিমসাগর) গুঁটি আমের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় ফল সংগ্রহের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এ দিন সকাল ১০টায় চাঁপাইয়ের শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক কানসাট বাজারের শাপলা সিনেমা হল চত্বরে আম কেনা-বেচার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আক্তার, শিবগঞ্জ পৌর মেয়র এ আর এম আজরি কারিবুল হক রাজিন, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুজ্জামান, কানসাট ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলাম, কানসাট আম বাজার কমিটির সভাপতি কাজি এমদাদুল হক এমদাদ, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান শিউলি খাতুন।

প্রাণঘাতী করোনার প্রাদুর্ভাবে বহিরাগত আম ব্যবসায়ীদের সুব্যবস্থায় শিবগঞ্জ উপজেলা প্রশাসন ৮টি আবাসিক হোটেলকে নির্ধারণ করেছেন। হোটেলগুলো হল- শিবগঞ্জে আবাসিক হোটেল মৌচাক ও হোটেল প্যারাডাইস এবং কানসাটে আবাসিক হোটেল নিরব, হোটেল আবদুল্লাহ, হোটেল নাজমা, হোটেল তালেব হাজী, হোটেল আজিজ, হোটেল মসিদুল।

অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে আগত আম ব্যবসায়ীরা সুষ্ঠুভাবে যেন তা ক্রয়-বিক্রয় করতে পারেন এর সুব্যবস্থা করা হয়েছে।