• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

  • Dec 17, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে আব্দুর রহিম নামে এক বাংলাদেশী নিহত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, রবিবার ভোরে ভারতে গরু আনতে যাবার সময় ভারতের শুখদেবপুর সীমান্ত ফাঁড়ির বিএসএফের গুলিতে তিনি নিহত হন।

এদিকে সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে রওনা দিয়েছে। নিহত আব্দুর রহিম (২৮) শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ গ্রামের মুর্শেদ আলীর ছেলে।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম সালাহ উদ্দিন জানান, রবিবার সকালে কিরণগঞ্জ সীমান্ত থেকে বাংলাদেশি ভূখণ্ডের ৫শ’ গজ ভেতরে আব্দুর রহিমের বাড়ির পেছনে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ ও বিজিবিকে খবর দেয়। তবে ময়নাতদন্ত ছাড়া আব্দুর রহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছেনা।