• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

  • Aug 02, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। জাতীয় সংসদ সসদ্য গোলাম মোস্তফা বিশ্বাস বুধবার বিকেলে রহনপুর ইউসুফ আলী কলেজ মাঠে এ টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন।

উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও শিহাব রায়হান। সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র তারিক আহমদ, সহকারী কমিশনার (ভূমি) মিন্টু কুমার বিশ্বাস, উপজেলাকৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল বাসার মোহাম্মদ শামসুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম প্রমুখ।

উদ্বোধনী খেলায় মেয়েদের গ্রুপে সিদ্ধিগ্রাম সরকারীপ্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে গোলে নিমতলা সরকারী প্রাথমিকবিদ্যালয়কে পরাজিত করে। অপরদিকে ছেলেদের গ্রুপে মহানন্দা সরকারী প্রাথমিকবিদ্যালয় গোলে লেবুডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে