• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৬’শ বোতল ফেন্সিডিলসহ আটক ১

  • Jun 13, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের মাদক বিরোধী অভিযানে ৬’শ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের আনরইল গ্রামস্থ জোড়াব্রীজ এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী গোমস্তাপুর উপজেলার বেগপুর-উত্তরপাড়ার মো. নেফাউর রহমানের ছেলে মো. আলমগীর হোসেন (৪০)। এসময় তার কাছ থেকে ১টি মোবাইল সেট ও টি সীমকার্ড উদ্ধার করা হয়।

বৃহষ্পতিবার দুপুরে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দিবাগত রাত ২ টা ২০মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের আনরইল গ্রামস্থ জোড়াব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ৬’শ বোতল ফেন্সিডিলসহ মো. আলমগীরকে হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।