• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

  • Jul 02, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১ টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলেন উপজেলার পার্বর্তীপুর ইউনিয়নের শহিদুল ইসলামের ছেলে নাইম (৪) ও অপরজন রহনপুর পৌর এলাকার মাষ্টারপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে সাইয়ুম (৫)।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, নিহত শিশু নাইম ও সাইয়ুম মামাতো ফুপাতো ভাই। তারা দুজন নানীর বাড়িতে বেড়াতে গিয়ে গোসল করার জন্য পুকুরে নামে। পানির গভীরতা বেশি হওয়ায় তারা ডুবে যায়। স্থানীয়রা তাদের দুজন সেখান থেকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করে।