• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভ্যান্তরীণ মুক্ত জলাশয়ে মাছের পোণা অবমুক্ত

  • Aug 16, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছের পোণা অবমুক্ত করা হয়েছে। রহনপুর পিএম কলেজ সংলগ্ন র্প্ণূভবা নদীতে মাছের পোণাগুলো অবমুক্ত করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস।

বৃহস্পতিবার সকালে পল্লী কর্ম-সহায়ক ফাউ-েশন (পিএসএফ)এর আর্থিক সহায়তায় এবং প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মৎস্য ইউনিটের আওতায় সিলভার কার্প ৩০ কেজি, রুই ১০ কেজি, কাতল ১০ কেজি, সরলপুটি ১৫ কেজি, ট্যাংরা ৫ কেজি, সিং-মাগুর ৫ কেজি ও কুচিয়া ৫ কেজিসহ ৮০ কেজি মাছের পোণা অবমুক্ত করা হয়।

পরে রহনপুর পিএম কলেজ মিলনায়তনে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য  দেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনন্দ কুমার অধিকারী, উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, অধ্যক্ষ ইমতিয়াজ মাসুরুর, প্রয়াসের জুনিয়র সহকারী পরিচালক তাকিউর রহমান, সহকারী কর্মসূচি ব্যবস্থাপক ফারুক আহমেদ, আঞ্চলিক ব্যবস্থাপক রবিউল ইসলাম, রহনপুর শাখা ব্যবস্থাপক অলোকা রানী, প্রয়াসের মৎস্য কর্মকর্তা লাহু মিয়া প্রমূখ।