• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

  • Oct 11, 2018

Share With

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভূমি কর্মকর্তাদের নিয়ে আয়োজিত চারদিন ব্যাপী ই-নামজারি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপ্ত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে গোমস্তাপুর উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস ও গোমস্তাপুর উপজেলা ভূমি অফিসের কানুনগো হাবিবুর রহমান। ভূমি সংস্কার বোর্ড ও উপজেলা ভূমি প্রশাসন আয়োজিত এ কর্মশালায় নাচোল ও গোমস্তাপুর উপজেলার মোট ১৮ জন ভূমি কর্মকর্তা অংশ নেয়।