• Thursday, November 21, 2024

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

  • Nov 15, 2018

Share With

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বিভিষণ সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় ২ঘন্টা এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিভিষণ সীমান্তের ২১৯/৬৭ আর পিলার এলাকয় বাংলাদেশের অভ্যন্তরে লালমাটিয়া নামক স্থানে এ পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে ১৮ সদস্যের বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১৬,বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খাদেমুল বাশার ও ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) ১৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৬০ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী এইচ এন জোশী।

পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত পরিস্থিতি, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মাদক পাচাররোধ, ভারত থেকে অবৈধ অস্ত্র, গোলাবারুদ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশরোধ, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারীদের সেদেশের পুলিশের নিকট সোপর্দ না করে নিকটস্থ বিজিবি বিওপি’র নিকট হস্তান্তর, সীমান্তে বিজিবি-বিএসএফ যৌথ সম্বলিত টহল জোরদারকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।