• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জের টাউন হাইস্কুলের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে

  • Sep 24, 2018

Share With

-চাঁপাইনবাবগঞ্জের টাউন হাইস্কুলে ৪ তলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন উদ্বোধন : দীর্ঘ দিনের স্বপ্ন পূরণের পথে-

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে (টাউন হাইস্কুল) সোমবার সকালে ৪ তলা নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন উদ্বোধন করা হয়েছে। এ-উপলক্ষে স্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভবন নির্মাণে ব্যয় হবে ২ কোটি ২৪ লক্ষ টাকা।

সহকারী প্রধান শিক্ষক শাহনাজ বেগমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য  দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এমপি আব্দুল ওদুদ।

নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসিনুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলী, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো. মাসিদুর রহমান।

সবশেষে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন আব্দুল ওদুদ এমপি। তিনি স্কুল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামী দিনের ভবিষ্যত তোমরা। একদিন তোমরাই দেশ চালাবে। কাজেই নিজেরা যা শিখছ তা সবার মাঝে ছড়িয়ে দাও।

ওদুদ এমপি আরও বলেন, দেশের একটি কুচক্রী মহল ইসলামের ভুল তথ্য দিয়ে সাধারণ মানুষকে ধোকা দিয়ে চলেছে। এদের কথায় কেউ কান দিবেন না। শেখ হাসিনা দেশপ্রেম ও দেশে শিক্ষার হার বাড়াতে বদ্ধ পরিকর। কাজেই দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে নিয়ে আসতে হবে।

ওদুদ এমপি শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা বাড়িতে মা-বাবাসহ সকলকে বলবে নৌকা প্রতীকে ভোট দিতে। দেশ ও দশের উন্নতির জন্য বর্তমানের সফল নেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই।

সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও টাউন হাইস্কুলের সাবেক শিক্ষক মো. জহরুল ইসলাম, অধ্যাপক শরিফুল আলম শরিফ, মো. তাজেবুর রহমান, মো. শহিদুল ইসলাম, লেলিন প্রামানিক, ঠিকাদার সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল, সমিত চট্টোপাধ্যায়সহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থীসহ ম্যানেজিং কমিটির সদস্য।

এর আগে ভিত্তিপস্থর উদ্বোধন শেষে মোনাজাত করা হয়। ইসলামপুর জামে মসজিদের ইমাম মাওলানা মহসিন উদ্দিন, সাংবাদিকসহ ইসলামপুর, মসজিদ পাড়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।